দোহার (ঢাকা)প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলায় গলায় ওড়না দিয়ে খাদিজা আক্তার নামে এক গৃহবধূর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গিয়েছে। মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খাদিজা মাহমুদপুর গ্রামের ছন্দুর ব্রিজ সংলগ্ন এলাকার শেখ শাহজাহান ও অঞ্জনা দম্পতির মেয়ে। সে ৩ বোন ও ৩ ভাইয়ের মধ্যে তৃতীয় সন্তান এবং উপজেলার রাইপাড়া এলাকার প্রবাসী নাহিদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে খাদিজার মা গরুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হন। ফিরে এসে তিনি খাদিজার শোবার ঘরের দরজা ভিতর থেকে আটকানো দেখে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে প্রতিবেশিদের বিষয়টি জানালে, তারা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পান খাদিজা ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলে আছেন। পরে প্রতিবেশিদের সহযোগিতায় খাদিজাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়সূত্রে জানা যায়, পারিবারিক কলহে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।