দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় উসমান হোসেনের বসত বাড়িতে জানালার গ্রিল কেটে স্বর্নালংকার ও তিনলাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী সেলিনা আক্তার বলেন, মধ্যরাতে কোন এক সময় তার ঘরের জানালার গ্রিল কেটে ঘরে থাকা জমি কেনার তিন লাখ টাকা, তিন ভরি স্বর্ণ ও বাড়ির একটি দলিল নিয়ে যায় চোরচক্র। এঘটনায় আইনগত সহায়তা নিতে থানায় অভিযোগ করা হবে বলে জানান তিনি।
এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, চুরির ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।