দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলার রাইজিং ফ্যাক্টরি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলকারীরা ইউনুস সরকারের পদত্যাগ এবং আইসিটি ট্রাইব্যুনালে ‘প্রহসনমূলক বিচার’ বন্ধের দাবি জানিয়েছে। সকাল ৬টার দিকে শুরু হওয়া এই মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম এবং তিল্লি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুরসালিন বাবুসহ প্রায় ৩০-৩৫ জন অংশগ্রহণ করেন। মিছিল চলাকালীন সময়ে “আমরা সবাই আওয়ামী লীগ নেতা মোদের শেখ মুজিব”, “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে”, “শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই”, এবং “এক দুই তিন চার ইউনুস তুই গদি ছাড়” স্লোগান দেওয়া হয়। রাজিদুল ইসলাম তার ফেসবুক আইডিতে দুপুর ১টার দিকে মিছিলের একটি ছবি পোস্ট করেন এবং তরিকুল নামের আরেকটি আইডি থেকে পোস্ট করা ভিডিও শেয়ার করেন। উল্লেখ্য, গত ১৫ জুন নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নেতৃত্বে একই স্থানে মিছিল হয়েছিল।
এর আগে সদর উপজেলার নবগ্রামেও তার নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। রাজিদুল ইসলাম জানান, বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাইজিং এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩০-৩৫ জন মিলে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব নাহিদ মনির এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা বিষয়টি পুলিশ সুপারকে (এসপি) জানিয়েছি। তারা দিন দিন যেভাবে সক্রিয় হচ্ছে তাতে আমাদের উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছি।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, মানিকগঞ্জ-ধামরাই বর্ডার এলাকায় সম্ভবত ভোর বেলায় এই মিছিল করেছে তারা। আমরা এখনো এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত নই। তবে কারা করেছে কখন করেছে সেটা নিশ্চিত হতে কাজ করছি।