নবাবগঞ্জ প্রতিনিধি.
বৃহষ্পতিবার সন্ধ্যার আগ মুহূর্তে নবাবগঞ্জ ব্রিজ থেকে লাফ দিয়ে নদী পড়ে এক তরুণ নিখোঁজ হয় বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার ১৫ ঘন্টার শুক্রবার সকাল ৯টায় তার লাশ উদ্ধার করে দোহার ফায়ার সার্ভিসের ডুবুরিদল। ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইলে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম তানজিদ হোসেন(২৬)। সে নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের চান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহষ্পতিবার সাড়ে ৬টার দিকে তানজিদ নামের এক যুবক ইছামতি নদীর উপর নবাবগঞ্জ-যন্ত্রাইল ব্রিজে রেলিংয়ে বসে থাকে। এক পর্যায়ে সে সেখান থেকে লাফ দিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা দৌড়ে গিয়ে তাঁকে ডুবতে দেখে স্থানীয়দের জানায়। পরে পুলিশকে জানালে তাঁরা সেখানে গিয়ে লোকজন দিয়ে খুঁজাখুজি করে। রাত নয়টা পর্যন্ত খুঁজেও তাঁর সন্ধান মিলেনি। আজ শুক্রবার সকাল ৭টা থেকে দুই ঘন্টা ডুবুরি দল অভিযান চালিয়ে ইছামতির যন্ত্রাইল এলাকা থেকে ওই তরুণের লাশ উদ্ধার করে। লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। আজিজপুর গ্রামের চানমিয়ার বাড়িতে প্রতিবেশী ও স্বজনদের শোকের মাতম শুরু হয়।
নিখোঁজ তানজিদের বাবা চান মিয়া বলেন, আমার ছেলেটা কেমনে পড়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলো। কিছু দিন আগে সে সড়ক দুঘর্টনায় একটি হাত পঙ্গু হয়ে যায়। আমার ধারণা সে লাফ দেয়নি। মনে হয় হাতে ভর রাখতে না পেরে পড়ে গেছে। বড় ছেলেকে হারিয়ে মা মুক্তা আক্তার শোকে নির্বাক হয়ে পড়েছে।
এবিষয়ে নবাবগঞ্জ থানার এস আই রাজিবুল ইসলাম বলেন, আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি তল্লাশি করে তানজিদের লাশ উদ্ধার করেছে। পরে তার পরিবারের কাছে লাশ হস্তানÍর করা হয়েছে।