ঢাকা জেলা দোহার থানা মুকসুদপুর ইউনিয়নের উত্তর মৌড়া থেকে টুনি ওরফে ইয়াবা রানী টুনিকে ও তার সহযোগী জসীমকে শাইনপুকুর পুলিশ ফারির অফিচার ইনচার্জ শফিকুল আলম এর নেতৃত্বে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায় শাইনপুকুর তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা এসআই হাবিব ও এএসআই শাহ-আলম ও তাদের সহযোগী কর্মকর্তা রফিকুল ইসলামকে নিয়ে মুকসুদপুর ইউনিয়নের উত্তর মৌড়া এলাকার কাইটাচান রাস্তায় ভিন্ন কাজ বিষয়ক অবস্থানকালে টুনি ও তার সহযোগী জসীমকে রিক্সায় চলন্ত অবস্থায় দেখতে পায়।
পুলিশ দেখে তাদের আচরণের পরিবর্তন হয় তখন পুলিশ সন্দেহ জনক ভাবে তাদের তল্লাশী চালায়। তল্লাশী কালে টুনি তার কাছে থাকা মাদক দ্রব্য (২৬ পিচ ইয়াবা) ও জসীম এর কাছে থাকা (১০ পিরিয়া হিরোইন) লুকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, টুনিকে তল্লাশীর সময় সে পুলিশ কর্মকর্তাদের উপর চওড়া হয় এবং বিভিন্ন হুমকি ধামকি দিয়ে থাকে। যা খুবই অপ্রীতিকর বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় লোকজন আরও বলেন, টুনি দীর্ঘদিন যাবত এই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় টুনি এর আগেও কয়েকবার গ্রেফতার হয়েছিল কক্সবাজার ও ঢাকা থেকে। তাকে একাধিক বার মাদক দ্রব্য সহ গ্রেফতার করা হয়েছে বলে জানা যায় কিন্তু তার কিছুই হয়না তার কোন পরিবর্তন হয়নি।
এমনকি এবার-ও সে বলে তাকে গ্রেফতার করে কিছু করতে পারবে না, সে ফিরে এসে একই কাজ করবে। এই যদি হয় মাদক ব্যবসায়ীর ভাষ্য তাহলে কি ভাবে মাদক নির্মুল হবে এই সমাজ থেকে