নিজস্ব প্রতিনিধি.
সিরাজদিখান থেকে নৌকাবাইচ দেখে ফেরার পথে ইছামতি নদীতে নৌকা ডুবিতে ৭ বছরের শিশু নিখোঁজ হয়েছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের পূর্বপাড়া টিপু মিয়ার মৎস্য খামারের কাছে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। টানা দুই ঘন্টা তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ শিশুটি আগলা মাঝপাড়া এলাকার লিটন পোদ্দারের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানায়, আজ বিকেলে সিরাজদিখানের মরিচা এলাকায় নদীতে পরিবারের সাথে নৌকাবাইচ দেখতে যায় শিশু রিতা পোদ্দার। সন্ধায় বাড়িতে ফেরার পথে বালুভর্তি একটি বাল্কহেডের সাথে নৌকাটির ধাক্কা লাগে। এসময় নৌকাটি ডুবে যায়। নৌকার মধ্যে ৮/১০ জন লোক থাকলেও তাঁরা সাতরে তীরে উঠে। কিন্তু শিশুটি ডুবে যায়। পরে দোহার ফায়ার সার্ভিস ও আগলা পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা পর্যন্ত তল্লাশি চালায়। ফায়ার সার্ভিস চলে গেলে পরে স্বজন ও এলাকাবাসী নৌকা নিয়ে তল্লাশি করে কিন্তু শিশু রিতাকে পাওয়া যায়নি। রিতা স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণীর ছাত্রী।
নিখোঁজ শিশুটির প্রতিবেশী মো. সালাহউদ্দিন বলেন, খবর পেয়ে তারা নদীর বিভিন্ন পয়েন্টে খোঁজ করে। রাতে অন্ধকাার থাকায় তল্লাশি শেষে বাড়ি ফিরে। সকাল তাঁরা ডুবুরি ও জেলে নিয়ে নদীতে খোঁজ করতে যাবেন।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, নৌকা ডুবির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লোকজনের সাথে তারা তল্লাশি করে কোনো সন্ধান পায়নি শিশুটির। তবে বাল্কহেডটির সন্ধান করতে পুলিশ কাজ করছে।