দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলা ছাত্রদলের বহিস্কৃত সাধারণ সম্পাদক শিকদার আলমগীরের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ এনে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা।
বুধবার বেলা ১২ টায় দোহার প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করে ছাত্রদল নেতা শিকদার আলমগীরের ভাই সিদ্দিকুর রহমান দাবি করেন দোহার পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক মহসিন উদ্দিন খান মাসুম তার ভাইয়ের জমি দখল করে রেখেছে। এনিয়ে প্রতিবাদ করলে তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দেয় বিএনপি নেতা মাসুম। এতে তার পরিবারকে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করা হয়েছে বলে জানান তিনি। শিকদার আলমগীরের ভাই সিদ্দিকুর রহমান আরও বলেন, যেখানে কোনো হামলা বা চাঁদাবাজির ঘটনা ঘটেনি সেখানে কেন মামলা দেয়া হলো। এসময় মামলা প্রত্যাহার ও প্রশাসনের কাছে বিএনপি নেতা মাসুমের শাস্তির দাবি জানানো হয়।