দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় দৃষ্টি প্রতিবন্ধী বাবু খাঁ নামের এক ব্যক্তির জমি দখল ও হয়রানির অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ও সাবেক এক মেজরের বিরুদ্ধে।
রোববার দোহার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দৃষ্টি প্রতিবন্ধী মো. বাবু খাঁ ও তার স্ত্রী সুলতানা রাজিয়া জানান, মধুরচর গান্ধী আশ্রম সংলগ্ন এলাকায় তাদের পৈত্রিক সম্পত্তি দীর্ঘ ৬০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। সম্প্রতি এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
ভুক্তভোগী পরিবার বলেন, দোহার উপজেলা যুবলীগ নেতা আবু জুনায়েদ বিপ্লব, সাবেক মেজর মঞ্জুর এলাহী ও মশিউর রহমান উদ্যমসহ একটি মহল নানা সময় তাদের উপর হামলা চালিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। উদ্দেশ্য—এই জমি হাতিয়ে নেয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের ১৩ সেপ্টেম্বরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে একাধিক বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও পরবর্তীতে প্রভাবশালীরা পুনরায় জমি দখলের পাঁয়তারা শুরু করে। এনিয়ে থানায় অভিযোগ করেও প্রতিকার পায়নি ভূক্তভোগী পরিবার।
বারবার হয়রানি ও হামলার শিকার না হয়ে নিজেদের পৈত্রিক জমিতে শান্তিপূর্ণভাবে বসবাসের নিশ্চয়তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামণা করেন করেন ভূক্তভোগী পরিবারটি।