
অনলাইন ডেস্ক:
আব্দুর রহিম সুজন ছিলেন কালিন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক । বিগত সময়ে আওয়ামী নেতা কামরুল ইসলামের ক্ষমতার দাপত দেখিয়ে এলাকায় নিরীহ মানুষের জায়গা জমি জোড় পূর্বক দখল করে গড়ে তুলেছেন অবৈধ সাম্রাজ্য। বিগত আওয়ামীলীগের সময়ে জোড়পূর্বক দখল করে গড়ে তোলা অবৈধ সম্পদ রক্ষায় এবার আব্দুর রহিম সুজন যোগ দিয়েছেন কালিন্দী ইউনিয়ন বিএনপিতে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
অনুসন্ধানে জানা যায়, সুজন সাবেক আওয়ামী লীগের এমপি এ্যাড: কামরুল ইসলামের ক্ষমতার দাপট দেখিয়ে কালিন্দী ইউনিয়নের নিরীহ অসহায় এবং হিন্দুদের অনেক সম্পদ জোড়পূর্বক দখল করে নেয়। সুজনের ক্ষমতার দাপতে স্থানীয়রা মুখ খুলতে সাহস বা সুযোগ কোনটাই পেত না।
৫ ই আগষ্ট ২০২৪ পরবর্তী সময়ে সুজন কিছুদিন গা ঢাকা দিয়ে ছিলো। পরবর্তীতে সূজন নিজেদের অবৈধ অর্জিত সম্পদ টিকিয়ে রাখতে স্থানীয় কিছু ব্যাক্তিদের ম্যানেজ করে কালিন্দী ইউনিয়ন বিএনপিতে যোগ দানের চেষ্টা করছে। সম্প্রতি সূজনকে ঢাকা দুই আসনের বিএনপি নেতা আমান উল্লাহ ও এ্যাড অমির সাথে বেশ কয়েকটি প্রোগামে দেখা যাওয়ায় স্থানীয় তৃনমূল বিএনপির নেতা কর্মী ও ভোটারদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কালিন্দী ইউনিয়নের বিএনপির এক নেতা বলেন, গত ৫ বছরে কতো দিন বাসার বাইরে ফেরারী জীবন যাপন করেছি শুধু মাত্র বিএনপিকে সমর্থন করার কারনে। আমরা বিএনপির নেতা কর্মীরা বাসায় থাকতে পারে নি, আমাদের মায়ের সাথে আমাদের সন্তানের পাশে থাকতে দেয় নি এই আওয়ামীলীগের আনোয়ার, সূজনদের কারনে। এরা বিগত সময়ও আমাদের অত্যাচার করেছে এখন আমাদের নেতারাও এদেরকে স্টেজে সাথে নিয়ে বসে এটা আমাদের জন্য হতাশারা ছাড়া আর কিছু না।
কালিন্দী ইউনিয়নের তৃনমূল বিএনপির এক কর্মী জানান, যাদের অত্যাচারের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি, দলের কিছু লোভী নেতা টাকার বিনিময়ে তাদের আবার পূর্নবাসন করছে এতে করে বিএনপির ভোট নষ্ট হচ্ছে।
গদাবাগের আমির নামের এক ভোটার জানান, সূজন আওয়ামী লীগের সময়কাল থেকে প্রভাব বিস্তার ও মানুষের জমি দখলে পরিচিত। অতীতে তাদের করা অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারেনি কারণ তারা একাধিক ভাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এছাড়াও বিভিন্ন মহলকে ম্যানেজ করে জমি দখল, বালি ভরাটসহ নানা রকমের অন্যায় অত্যাচার করে এসেছে তারা। বর্তমানে বিএনপির সভায় যোগ দিয়ে এখন সুজন নিজের অবস্থান আরও দৃঢ় করতে চাচ্ছে।
কালিন্দী ইউনিয়ের স্থানীয় বাসিন্দা মো: খসরু বলেন, আনোয়ার সূজন ওরা আমাদের ওপর অনেক অত্যাচার করেছে। সুজন যদি এখন আবার বিএনপিতে যোগ দেয় আর বিএনপি ক্ষমতায় আসে তাহলে ওর অত্যাচার আরো বেড়ে যাবে। সূজনের মতো আওয়ামীলীগারা বিএনপিতে আসলে আমরা কেন বিএনপিতে ভোট দিবো ? আরো দল আছে আমরা তাদের বেছে নিবো।
যুবলীগ থেকে বিএনপিতে যোগদানের ব্যাপারে জানতে একাধিক বার সুজনের সাথে যোগাযোগ চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কালিন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব হোসেন মেহবুবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অনুপ্রবেশকারী সুজনের যুবলীগে সক্রিয় থাকার বিষয়টি লোকমুখে জানতে পেরেছেন তিনি। দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ করে নতুন করে দলে অনুপ্রবেশকারীদের এমন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সূত্র: কেরানীগঞ্জের আলো।