1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
সোমবার, ২০ মে ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে।
প্রধান খবর:

দুর্ঘটনা রোধে আঞ্চলিক মহাসড়কে পুলিশের অভিযান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে সড়ক দুর্ঘটনা রোধে ও যানচলাচল নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোহার ছন্দু মিয়ার বাজারে প্রধান সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আশরাফুল আলম। এসময় রাস্তায় চলাচলকৃত ট্রাক,সিএনজি ও মটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজ আছে কিনা খতিয়ে দেখা হয়। প্রায় তিন ঘন্টার অভিযানে মোট ১৮টি যানবাহন চালককে জরিমানা ও ছয়টি গাড়ির চালককে মামলা দেয়া হয়। এছাড়া বাকি চালকদের সতর্ক করা হয়। এসময় উপস্থিত ছিলেন দোহার থানার ওসি তদন্ত আজহারুল ইসলামসহ অন্যন্য সঙ্গীয় ফোর্স।
দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আশরাফুল আলম জানান, আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ও বেপোরয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রনে অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে ৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ১৮ টি যানবাহন চালককে জরিমানা করা হয়েছে। অন্যদিকে বেশ কিছু যানবাহনের চালক ও আরোহীকে সতর্ক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓